ভেন্যুর বিবরণী—
২০১৪ সালের ১২ জুন থেকে ব্রাজিলের ১২টি ভেন্যুতে ২০তম ফিফা ওয়ার্ল্ড কাপের আসর বসবে। চলবে ১৩ জুলাই পর্যন্ত।
ব্রাজিলের ভেনিস : রেসিফে
অনেক নদী আর খাল-বিলের কারণে ‘ব্রাজিলের ভেনিস’ বলা হয় দেশটির উত্তরাঞ্চলীয় শহর রেসিফেকে। শহরটির অন্যতম আকর্ষণ বোয়া ভিয়াজেম সমুদ্র সৈকত। আট কিলোমিটার সুদীর্ঘ এই সৈকতটি লাতিন আমেরিকার দেশটির অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। সমুদ্র তীরে সারা বছর বিকিনি সুন্দরীদের মেলা লেগে থাকলেও এবার সেই জায়গা দখল করে নিতে চলেছে ‘ফুটবল ডিভা’রা। তবে শহরটির প্রধান সমস্যা জুন মাসে সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
স্টেডিয়ামের নাম : ইটাইপাভা অ্যারেনা পারনামবুকো
ধারণক্ষমতা : ৪৬ হাজার
গড় তাপমাত্রা : ২৫ ডিগ্রি সেলসিয়াস
জুনে গড় বৃষ্টিপাত : ৩৭৫ মিলিমিটার
লোকাল হিরো : রিভাল্ডো
আমাজানের দরজা : মানাউস
মহাবন আমাজান রেইন ফরেস্ট ঘেঁষে তৈরি করা হয়েছে স্টেডিয়াম মানাউস। অনেকে মানাউসকে আমাজানের দরজা বলে থাকেন। তাই বুনো অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে ব্রাজিল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে থাকে এই শহরটি।
স্টেডিয়ামের নাম : অ্যারেনা ডা আমাজোনিয়া
ধারণক্ষমতা : ৪৪ হাজার
জুনে গড় তাপমাত্রা : ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
জুনে গড় বৃষ্টিপাত : ৮৪ মিলিমিটার
লোকাল হিরো : ফ্রান্সিসকো লিমা গোভিনহো
No comments:
Post a Comment